Home দেশ মধ্যপ্রদেশের খনি থেকে বহুমূল্য হিরে উদ্ধার

মধ্যপ্রদেশের খনি থেকে বহুমূল্য হিরে উদ্ধার

by banganews
সাম্প্রতিককালে এত বড় মাপের হিরে বিশ্বের কোথাও হয়তো পাওয়া যায়নি৷ মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের পান্না জেলায় হিরের খনিতে মিলল ১০.৬৯ ক্যারেটের একটি বড় মাপের হিরে৷ হিরের খনির জন্যই বিখ্যাত এই জায়গা।
রানিপুর এলাকায় ওই খনির লিজ নিয়েছেন আনন্দীলাল কুশওয়া নামের এক ব্যক্তি৷ তিনি ১০.৬৯ ক্যারেটের হিরেটি জমা দিয়েছেন স্থানীয় ডায়মন্ড অফিসে৷ রত্নটির আনুমানিক বাজারদর প্রায় ৫০ লক্ষ টাকা৷
১০.৬৯ ক্যারেটের ওই হিরেটি নিলামে তোলা হবে৷ নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কর ও রয়্যালটি বাদ দিয়ে বাকি টাকা তুলে দেওয়া হবে আনন্দীলালের হাতে৷ সম্প্রতি আনন্দীলাল একটি ৭০-সেন্টের হিরেও জমা দিয়েছেন।
করোনা ভাইরাসের লকডাউন খানিক শিথিল হওয়ায় খনিতে কাজ শুরু হয়েছে৷ আনন্দীলাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ও তাঁর সঙ্গী গত ৬ মাস ধরে খুবই পরিশ্রম করছেন ওই খনিতে৷ এই হিরেটির প্রাপ্তি সেই পরিশ্রমেরই ফসল৷

You may also like

Leave a Reply!