Home দেশ রেকর্ড বৃষ্টিতে স্তব্ধ হয়ে গেল মুম্বই

রেকর্ড বৃষ্টিতে স্তব্ধ হয়ে গেল মুম্বই

by banganews

মুম্বই, ২৩ সেপ্টেম্বর, ২০২০: মঙ্গলবার থেকে বুধবার সকাল সাড়ে আটটা অবধি বৃষ্টিতে ভেসে গেল মুম্বই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুধু সান্তাক্রুজেই বৃষ্টিপাতের পরিমাণ ২৮৬.৪ মিলিটার। ১৯৭৬—২০২০, গত ৪৬ বছরে এই বৃষ্টিপাতের পরিমাণ চতুর্থ সর্বোচ্চ। কোলাবা, থানে ইত্যাদি এলাকাতেও গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলকে সমন এনসিবি-র

বানভাসি মুম্বইয়ে এদিন সকাল থেকেই সমস্ত গণপরিবহণ বন্ধ। এমনকী শহরের ফুসফুস যে লোকাল ট্রেন, ট্র্যাকের ভরাডুবির কারণে বন্ধ তা-ও। ছত্তিশগড় শিবাজী মহারাজ টার্মিনাস থেকে থানে মেইন লাইন এবং ভাসি হার্বার লাইন, দুই ট্র্যাকই আপাতত জলের নীচে। জল না সরলে ট্রেন চালানো সম্ভব নয় বলে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জলের কারণে দুটি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। তিনটি ট্রেনের সময় পরিবর্তিত হয়েছে বলে খবর।
বৃহন্মুম্বই পুরসভার তরফ থেকে অত্যাবশ্যকীয় পণ্য এবং পরিষেবা বাদে সমস্তরকম কাজকর্ম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

You may also like

Leave a Reply!