Home দেশ বহুপ্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছাল আম্বালায়

বহুপ্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছাল আম্বালায়

by banganews

আম্বালা, ২৯ শে জুলাই,২০২০ : সুদীর্ঘ উড়ানের পর ভারতে এসে পৌঁছেছে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। এই প্রযুক্তির অন্তর্ভুক্তি ভারতীয় বিমানবাহিনীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেকটাই। অবশেষে আজ ভারতের বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে রাফাল বিমানের প্রথম ব্যাচটি। এদিন ৫ টি রাফাল ডাইমেনশন ব্যাচ অফ এস বা সংক্ষেপে রাফাল ফাইটার জেট ভারতীয় সু-৩০ এমকেআইএসের মাধ্যমে এসকর্টেড হয়ে আসছে আম্বালায়। প্রতিরক্ষামন্ত্রীর অফিস থেকে প্রকাশিত ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে। সূত্র মারফত খবর বিশেষ পরিস্থিতিতে মাত্র সপ্তাহ খানেকের মধ্যেই লাদাখের সংঘর্ষপ্রবণ অঞ্চলে মোতায়েন করা হতে পারে রাফালকে।

আরও পড়ুন স্যানিটাইজার বিক্রি করতে লাগবে না অনুমোদন, জানাল কেন্দ্র

এয়ারক্রাফটটি ইন্ডিয়ান এয়ার ফোর্সের ১৭ তম স্কোয়াড্রনের, ‘গোল্ডেন অ্যারোজ’-এ যোগ দেবে। সেই স্কোয়াড্রনটিতেই ভারতীয় বিমানবাহিনীর মধ্যে প্রথম রাফাল যুদ্ধবিমান স্থান পাবে। এই যুদ্ধবিমান মিটিওর এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপে সক্ষম যা ১৫০ কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ধ্বংস করতে পারে। এছাড়াও রাফালে থাকবে স্কাল্প মিসাইল যার কার্যকরী ক্ষমতা ৬০০ কিলোমিটার পর্যন্ত। এই প্রযুক্তি বর্তমানে পাকিস্তান বা চীন কোন পক্ষের কাছেই নেই, রাফাল ভারতীয় সেনাবাহিনীতে এলে তা আকাশপথে ভারতের প্রাধান্য তৈরি করবে যে কোন অঞ্চলে।

You may also like

Leave a Reply!