Home দেশ মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস নেমে মৃত্যু হল একশোরও বেশি জন শ্রমিকের

মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস নেমে মৃত্যু হল একশোরও বেশি জন শ্রমিকের

by banganews

মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস নেমে মৃত্যু হল একশোরও বেশি জন শ্রমিকের। মায়ানমারের দমকল বিভাগের তরফে একটি ফেসবুকে পোস্টে জানানো হয়েছে যে উত্তর মায়ানমারের কাছিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। সেই সময় তুমুল বৃষ্টির জেরে ‘কাদার স্রোত’-এ চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। সূত্র থেকে জানা গেছে যে, এখনও পর্যন্ত 113 জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিগুলির পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের বলে একাধিক সময়ে অভিযোগ উঠেছে। খনির মধ্যে প্রায়শই ধস-সহ অন্যান্য দুর্ঘটনার খবর মেলে। তাতে অনেকের মৃত্যুও হয়েছে। খনিগুলির আশপাশে যে গ্রামগুলি আছে, সেখানকার বাসিন্দারাও সারাক্ষণ আতঙ্কে কাটান – এই বুঝি ধস নামল। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম পান্না খনি মায়ানমারে অবস্থিত। দেশটির বিভিন্ন খনি থেকে প্রতি বছরই এই মূল্যবান রত্ন পাওয়া যায়।

You may also like

Leave a Reply!