Home দেশ ভাবমূর্তির তাগিদ? ফের মুক্তি পাচ্ছে মোদি বায়োপিক

ভাবমূর্তির তাগিদ? ফের মুক্তি পাচ্ছে মোদি বায়োপিক

by banganews

ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা। সেই সঙ্গে শিয়রে সমন হল বিহার ভোট। এক ঢিলে দুই পাখি মারার মতো এক নিরাপদ এবং নিশ্চিত পরিকল্পনা তৈরি। আবার নতুন করে মোদির বায়োপিক মুক্তি। ১৫ অক্টোবর দেশের মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন খোলার পরই আসবে মোদির বায়োপিক। পরিচালনায় সন্দীপ সিং। প্রযোজনায় উমঙ্গ কুমার।
ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। কিন্তু একেবারে ব্যবসা করতে পারেনি। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। চলচ্চিত্র সমালোচকদের দাবি, এ ছবিতে মোদির স্তুতি আর বিরোধীদের নিন্দা ছাড়া আর কিছুই নেই। তাহলে এ ছবি কেন আবার মুক্তি পাবে?

আরো পড়ুন – ‘স্টুপিড’ থেকে বিষ্ণুর একাদশতম অবতার! গুগল সার্চে নরেন্দ্র মোদির “স্টেটাস” বদল

পরিচালক সন্দীপ সিং বলছেন—নরেন্দ্র মোদি এ দেশের সফলতম প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনেই সেটি প্রমাণিত। তাই সকলেরই এ ছবি আরও একবার দেখা উচিত। গতবার নির্বাচনের কারণে ছবি বিশেষ কোথাও চলতে পারেনি। এবার সেই অভাব পূরণ হবে।
মোদির বায়োপিকে নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এছাড়াও রয়েছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণন, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

You may also like

Leave a Reply!