Home বিদেশ নোত্রেদামের স্মৃতি, ফ্রান্সে আবারও আগুন ঐতিহাসিক গির্জায়

নোত্রেদামের স্মৃতি, ফ্রান্সে আবারও আগুন ঐতিহাসিক গির্জায়

by banganews

ফ্রান্সে আবারও নোত্রেদামের স্মৃতি। আগুনে পুড়ে গেল পনেরো শতকের এক ঐতিহাসিক গির্জার বেশ কিছু প্রাচীন সৌধ। ঠিক যেমনটা হয়েছিল ২০১৯ সালে নোত্রেদাম ক্যাথিড্রালে। এবারে এ ঘটনা ঘটল ফ্রান্সের নান্তে শহরে।
ওই গির্জার কর্তৃপক্ষের মতে, গির্জার ভিতরে রাখা শতাব্দীপ্রাচীন অর্গানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। বেশ কিছু স্তম্ভ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নোত্রেদামের মতো বিপর্যয় আটকানো গেছে আপাতত।

আরও পড়ুন করোনা ভ্যাকসিন ট্রায়াল নিয়ে আশাবাদী অক্সফোর্ড

এ দিন সকাল আটটা নাগাদ ফ্রান্সের নান্তে শহরে এই সেন্ট পিটার গির্জায় আগুন লেগেছে বলে খবর পান দমকল বিভাগের কর্মীরা। তড়িঘড়ি ১০০ জনের একটি দল পৌঁছে যায় ওই গির্জার কাছে। দু’ঘণ্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফরাসি প্রধানমন্ত্রী জাঁ ক্যাসটেক্স ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে আশ্বাস দেন। সমস্ত দমকলকর্মীকে ঝুঁকি নিয়ে এই ঐতিহ্যবাহী গির্জা রক্ষার জন্য ধন্যবাদ জানান তিনি।
এই গির্জায় শেষবার আগুন লেগেছিল ১৯৭২ সালে। মেরামতি করতে লেগেছিল সুদীর্ঘ ১৩ বছর।

You may also like

Leave a Reply!