Home কলকাতা কেন্দ্রের সর্বদল বৈঠকে হাজির থাকছেন মমতা বন্দোপাধ্যায়

কেন্দ্রের সর্বদল বৈঠকে হাজির থাকছেন মমতা বন্দোপাধ্যায়

by banganews

দুদিন আগে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু এবার দেশের স্বার্থে আজ কেন্দ্রের সর্বদল বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় দেশের নিরাপত্তার বিষয়ের সঙ্গে জড়িত আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। দেশের স্বার্থে সংঘাত ভুলে প্রধানমন্ত্রীর আহ্বানে ডাকা এই সর্বদল বৈঠকে যোগ দিতে চান তিনি। বুধবারই নবান্নের সাংবাদিক সম্মেলনে লাদাখে ভারত-চিন যুদ্ধকে কেন্দ্র করে মোদির ডাকা সর্বদল বৈঠককে স্বাগত জানান মমতা। তাঁর কথায় “দেশের কোনো ক্ষতি চাই না। দেশের অগ্রগতির জন্য সবসময় সাহায্য করতে রাজি আছি ।

আরও পড়ুন একদিকে চিনকে জবাবের তোড়জোড়, অন্যদিকে বাণিজ্যিক চুক্তি

গালওয়ানে চিনা সেনার আগ্রাসন, ভারতীয় সেনার শহিদ হওয়ার মতো ঘটনা দুঃখজনক। লাদাখে চিনা বাহিনীর হাতে নিহতদের মধ্যে বাংলারও দু’জন সেনা জওয়ান রয়েছেন। চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নির্ধারণ, গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন, লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ, ভারতীয় জওয়ানদের শহিদ হওয়া এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে আজকের সর্বদল বৈঠকে। আগামীদিনে চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক, কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কেমন হবে, সেই বিষয়ে জানা যাবে আজকের বৈঠকে। শুধু তাই নয়, লকডাউন পরিস্থিতিতে বিজেপি’র সঙ্গে দৈরথ ভুলে কেন্দ্রের সঙ্গে সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত মমতা। আজকের সর্বদল বৈঠকে আলোচনার বিষয় লাদাখে চিনা হামলা এবং ভারতের অবস্থান। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে বক্তব্য রাখতে পারেন মমতা। দিতে পারেন প্রয়োজনীয় পরামর্শও।

You may also like

Leave a Reply!