Home বিদেশ দমাতে পারেনি তালিবানের গুলি, স্নাতক হলেন মালালা

দমাতে পারেনি তালিবানের গুলি, স্নাতক হলেন মালালা

by banganews

মাত্র ১৫ বছর বয়সে ভাঙ্গতে চেয়েছিলেন রক্ষণশীলতার বন্ধন। চেয়েছিলেন শিক্ষার অধিকার। না সে অধিকার মেলেনি বদলে মিলেছিল গুলি। মাথায় গুলি করেছিল তালিবান। সেই মাথাতেই পরলেন ‘গ্র্যাজুয়েশন ক্যাপ’।

 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে স্নাতক হলেন
বিশ্বের কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজ়ায়ি। দেড় বছর আগেই এই ডিগ্রি অর্জন করেন ২৪ বছর বয়সী মালালা। তবে করোনা মহামারির কারণে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ পিছিয়ে দেওয়া হয়।

 

স্নাতক ডিগ্রি নেওয়ার মুহূর্তের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বাবা মাকে ছাড়াও সদ্যবিবাহিত মালালার স্বামী আসার কেউ দেখা গেছে ছবিতে। সামাজিক মাধ্যম ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। প্রায় ছ’লক্ষ লাইক কুড়িয়েছে পোস্টটি।

ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত বাংলাদেশ

মালালার লড়াই আজও অধরা। ঠিক কয়েকমাস আগেই আফগানিস্তানে মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিয়ে ফতোয়া জারি করেছে তালিবান। তবে মালালাকে যে দমাতে পারেনি তালিবান তাঁর প্রমাণ মালালার এই ছবিগুলোই!

You may also like

Leave a Reply!