Home দেশ ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত বাংলাদেশ

ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত বাংলাদেশ

by banganews

ভোরে কেঁপে (earthquake) উঠল ভারত-মায়ানমার সীমান্ত এলাকা।  রিখটার স্কেলে  (richter scale) ভূমিকম্পের মাত্রা  ৬.১।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,  মিজোরামের তেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১২ কিমি গভীরে ভূমিকম্পের উত্‍সস্থল।

ভোর ৫.১৫ তে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত-মায়ানমার সীমান্ত, জানাচ্ছে ইউরো মেডিটেরেনিয়ান সিসমোলজিকাল সেন্টার। বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৭৪ কিমি পূর্বে ছিল ভূমিকম্পের উত্‍সস্থল।  সংলগ্ন অসম, ত্রিপুরা এবং  পশ্চিমবঙ্গের একটা বড় অংশে কম্পন অনুভূত হয়েছে। প্রায় ৩০ সেকেন্ড কম্পন স্থায়ী ছিল।

 

শীতের শুরুতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

ভূমিকম্প অনুভূত হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এমন কী কলকাতাতেও।
বাংলাদেশের প্রায় সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়।
সেখানকার স্থানীয় সময় ভোর ৫.৪৫ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।  চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, ঢাকা, নোয়াখালি, খুলনা, ফেনি, বাগেরহাট, কুড়িগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে।

You may also like

Leave a Reply!