Home দেশ সুশান্ত মামলায় সিবিআই? জরুরি বৈঠকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্ত মামলায় সিবিআই? জরুরি বৈঠকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

by banganews

মুম্বই, ২৯ জুলাই, ২০২০: তিনি বলেছিলেন, সুশান্ত ঘটনায় সিবিআই দরকার নেই। কিন্তু সুশান্তের বাবা কেকে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরই সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য উদ্ঘাটনে সিবিআই আনবেন কিনা, তা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সে বৈঠকে মুম্বই পুলিশের পদস্থ আধিকারিকরাও রয়েছেন।

আরও পড়ুন সরকারের সমস্ত প্রশ্নের জবাব দিল টিকটক

এদিকে সুশান্ত মামলা বিহার থেকে মুম্বইয়ে সরিয়ে আনতে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে।
প্রসঙ্গত এদিকে মঙ্গলবার রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই সৌভিক চক্রবর্তী এবং অভিনেত্রীর ম্যানেজার শ্রুতি মোদির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা। যেখানে রিয়ার বিরুদ্ধে ১৬ দফা অভিযোগ নিয়ে সরব হন সুশান্তের বাবা।

আরও পড়ুন দেবের উদ্যোগে হাসপাতালে বেড পেলেন করোনা আক্রান্ত

খবরে প্রকাশ, বিহার পুলিশের একটি দল এই তদন্তের কাজে মুম্বইয়ে এসেও দেখা করে উঠতে পারল না রিয়া চক্রবর্তীর সঙ্গে। কারণ যে ঠিকানা তাদের কাছে ছিল, সে ঠিকানায় রিয়া বা তাঁর পরিবারের কাউকেই পাওয়া যায়নি এখনও। আসল ঠিকানার খোঁজ শুরু করেছে পুলিশ।

You may also like

Leave a Reply!