Home দেশ আবারও লকডাউন? আতঙ্কে ধ্বস শেয়ারবাজারে

আবারও লকডাউন? আতঙ্কে ধ্বস শেয়ারবাজারে

by banganews

সাময়িক জেগে উঠেও আবারও ভেঙে পড়ল শেয়ার বাজার। ফের লকডাউন হতে পারে—এমন আতঙ্কই ফেলে দিল শেয়ার সূচক।
আশা ছিল আগস্টের মাঝামাঝি চলে আসবে করোনা ভ্যাক্সিন। আলো দেখা গিয়েছিল সর্বত্র। সেই আশার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছিল শেয়ার বাজার। করোনার টিকা আবিষ্কার ও অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে, এই আশায় দায়ে পড়ে শেয়ার বিক্রি থেকে বিরত ছিলেন লগ্নিকারীরা।
তবে গত সপ্তাহ থেকেই ছবিটা পাল্টাতে শুরু করে। শুক্রবার থেকে লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। যার ধাক্কায় তলানিতে নামে সেনসেক্স আর নিফটি। সোমবার সামলালেও আজ মঙ্গলবার সেনসেক্স আবারও নেমেছে ৭০০ বেসিক পয়েন্ট। পড়েছে নিফটিও।

আরও পড়ুন পরিস্থিতি আরও খারাপ হতে পারে সতর্ক করল WHO

মঙ্গলবার বাজার খোলেই লালের কোঠায়। বেলা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে আরও পড়ে সূচক। বিশেষ করে ব্যাংকিং, অর্থনৈতিক পরিষেবা এবং ধাতুর শেয়ারগুলি অত্যন্ত খারাপ ফল করায় নেমে যায় সূচক। এদিন ৭১৩ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়িয়েছে ৩৫, ৯৯০ পয়েন্টে। ২০০ পয়েন্ট নেমে নিফটি দাঁড়িয়েছে ১০, ৫৯১ পয়েন্টে।
বিশ্লেষকদের মতে, শেয়ার মার্কেটে ধ্বস নামার প্রধান দু’টি কারণ হল, করোনা মহামারী নিয়ে ফের লকডাউনের আশঙ্কা ও বিশ্বের বাজারগুলির বিকিকিনি তলানিতে ঠেকার প্রভাব।

You may also like

Leave a Reply!