Home দেশ প্রথম দফায় ৩০ কোটি টিকা বিনামূল্যে, জেনে নিন তালিকায় কারা রয়েছে

প্রথম দফায় ৩০ কোটি টিকা বিনামূল্যে, জেনে নিন তালিকায় কারা রয়েছে

by banganews

বঙ্গ নিউস, ৭ নভেম্বর, ২০২০ঃ করোনা ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেক থেকে সিরাম ইনস্টিটিউট। সিরামের সিইও আদর পুনাওয়ালা ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরেই মিলবে ভ্যাকসিন। করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালও ইতিবাচক। এখনও পর্যন্ত বাজারে কোনও করোনা টিকা না এলেও সংস্থাগুলির প্রস্তুতি শেষ পর্যায়ে।

আরও পড়ুন অমিতাভের পরিচালক যখন অজয় দেবগন

এই অবস্থায় কারা আগে ভ্যাকসিন পাবেন তার একটি ব্লু প্রিন্ট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। প্রথম দফায় ৩০ কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। ৫০ বছরের উপরে বয়স এমন ২৬ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এছাড়াও ৫০ বছরের নীচে অথচ মর্বিডিটি রয়েছে এমন এক কোটি মানুষকে এই তালিকায় রাখা হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্যকর্মী, মিউনিসিপ্যালটি কর্মী, পুলিশকর্মী ও সশস্ত্র বাহিনী মিলে মোট ৩ কোটি মানুষকে এই তালিকায় রাখা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, ভ্যাকসিনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। পাশাপাশি ভ্যাকসিন প্রদানের জন্য রাজ্যগুলিকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

You may also like

Leave a Reply!