Home দেশ সত্যি কি এনকাউন্টার?  প্রশ্ন বিরোধীদের 

সত্যি কি এনকাউন্টার?  প্রশ্ন বিরোধীদের 

by banganews
যা আশঙ্কা ছিল, অবশেষে ঘটল তেমনই। এনকাউন্টারে মারা গেল কুখ্যাত অপরাধী বিকাশ দুবে। ‘উত্তরপ্রদেশ সরকারের সাজানো চিত্রনাট্য’ বলে বিকাশ দুবের গ্রেপ্তারিকে ‘ব্যঙ্গ’ করেছিলেন বিরোধী রাজনীতিকরা। আজ এনকাউন্টারে বিকাশ নিহত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আবারও সমালোচনা, ব্যঙ্গ, প্রশ্নের ঝড়। বলা বাহুল্য, নিশানায় আদিত্যনাথ যোগীর উত্তরপ্রদেশ সরকার।
শুক্রবার সকালে এনকাউন্টারের খবর নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সংক্ষিপ্ত টুইটে তিনি বলেন, ‘মৃতেরা কোনও গল্প বলে না।’  সরাসরি টুইটারে কারোর নাম না নিলেও তাঁর ইঙ্গিত কোনদিকে ছিল, তা বুঝতে অসুবিধা হয় না।
অবশ্য সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এত রেখেঢেকে বলেননি। তাঁর অভিযোগ, বিকাশ মুখ খুললে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার পড়ে যেত। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আসলে গাড়ি ওলটায়নি। রহস্য উন্মোচিত হয়ে সরকারকে উলটে যাওয়ার হাত থেকে বাঁচানো হয়েছে।’
এদিকে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে বিকাশের গ্রেফতারির ঘটনাকে ‘সাজানো’ বলে এসেছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশি এনকাউন্টারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, ‘অপরাধী তো শেষ হয়ে গেল। কিন্তু তার ছাতাধারীদের কী হবে?’
সব মিলিয়ে এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুর পর থেকে সারা দেশের রাজনীতি জুড়ে শুরু হয়েছে তুমুল আলোড়ন।

You may also like

Leave a Reply!