Home দেশ নাক দিয়ে কোভিড টিকার বুস্টার ডোজ! ট্রায়াল শুরু এইমাসে

নাক দিয়ে কোভিড টিকার বুস্টার ডোজ! ট্রায়াল শুরু এইমাসে

by banganews

নাক দিয়ে কোভিড টিকা। ভারত বায়োটেকের তৈরি এই বুস্টার ডোজের ট্রায়াল শুরু করছে দিল্লির এইমস হাসপাতাল। এইমসের সেন্টার ফর কমিউনিটির অধ্যাপক ডা. সঞ্জয় রাই জানিয়েছেন, অন্তত ৫ মাস আগে যাঁরা কোভিশিল্ড বা কোভ্যাকসিনের দু‘টো ডোজই নিয়ে ফেলেছেন, শুধু তাঁরাই এই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে সেই দু‘টি ডোজ নেওয়ার পর ৭ মাস পেরিয়ে গেলে আর এই বুস্টার ডোজ নেওয়া যাবে না।

সংক্রমণ কমলেও এখনই উঠছে না বিধিনিষেধ, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

হায়দরাবাদের কোম্পানির তৈরি ইন্ট্রানেজাল কোভিড টিকা BBV154-কে দেশে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। জানুয়ারি মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভারত বায়োটেককে তৃতীয় ধাপের গবেষণার অনুমতি দিয়েছে। যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের জন্য এই বুস্টার ডোজ কতটা সুরক্ষিত এবং কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম, তা খতিয়ে দেখতে বলেছে ডিসিজিআই ৷

You may also like

Leave a Reply!