Home বঙ্গ সংক্রমণ কমলেও এখনই উঠছে না বিধিনিষেধ, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

সংক্রমণ কমলেও এখনই উঠছে না বিধিনিষেধ, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

by banganews

রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও এখনই বিধিনিষেধ তুলে নিতে রাজী নয় রাজ্য সরকার। এক নির্দেশিকা জারি করে করোনা বিধিনিষেধ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, মানুষ ও যানবাহনের যাতায়াত, জমায়েত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধই থাকছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও জরুরি পরিষেবা চালু থাকবে।

এবার থেকে বাংলায় বিদ্যুতের বিল পাবেন গ্রাহকরা

বাসে-ট্রেনে মাস্ক ছাড়ায় ঘুরছেন মানুষজন। জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশিকা আগে ছিল সেটাই বলবত থাকছে। ফলে সাধারণ মানুষকে তা মেনে চলতে হবে। অফিস, ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে তার কর্মীদের জন্য কোভিড সেফটির ব্যবস্থা করতে হবে। নিয়মিত স্যানিটাইজেশন সহ করোনা বিধি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। জেলায় করোনা বিধি মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে। এক্ষেত্রে বিধিভঙ্গকারীর বিরুদ্ধে ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Reply!