Home দেশ ভারতের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য এবার চিনের হাতে?

ভারতের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য এবার চিনের হাতে?

by banganews

দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কথাবার্তা নিশ্চয়ই অতি মাত্রায় গোপনীয়। কারণ তা দেশের সার্বিক নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। অথচ সেই সব বার্তা বেহাত হয়ে গেল। আশঙ্কা, সেগুলো এখন শত্রু দেশের হাতে।
মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার। ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার বা এনআইসি-র একশোটি কম্পিউটার হ্যাক হয়ে গেল। সে সব কম্পিউটারে ছিল দেশের নিরাপত্তা সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ নানান তথ্য।

আরো পড়ুন – চিনের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে রাহুলকে জবাব চিফ অফ ডিফেন্স স্টাফের

সাইবার নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেইল এসে ঢোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আঈডি-তে। আর তারপর থেকেই একের পর এক তথ্য গায়েব হতে শুরু করে।
তদন্তে দেখা গেছে, এই মেইল এসেছে বেঙ্গালুরুর এক সংস্থা থেকে। তবে গোটা ঘটনার নেপথ্যে চিনের হাত আছে বলে মনে করছেন তদন্তকারীরা।

You may also like

Leave a Reply!