Home দেশ রেল যাত্রীদের জন্য সুখবর, ফিরছে বালিশ-কম্বল, পর্দা

রেল যাত্রীদের জন্য সুখবর, ফিরছে বালিশ-কম্বল, পর্দা

by banganews

করোনা সংক্রমণের কারণে বগিতে বালিশ, কম্বল, চাদর, তোয়ালে দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারতীয় রেল। একই সঙ্গে বন্ধ হয়ে যায় পর্দার ব্যবহারও। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের ফিরছে পুরনো ব্যবস্থা। রেল মন্ত্রক ও রেল বোর্ড যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।

 

সুখবর! তীর্থযাত্রীদের জন্য শীঘ্রই খুলতে চলেছে কেদারনাথের দ্বার

অতিমারির জন্যই ট্রেনে কম্বল, বালিশ, তোয়ালে, চাদর দেওয়ার নিয়ম তুলে দিয়েছিল রেল। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০২০ সালের ১১ মে। এর পরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর মনে করা হয়েছিল পুরনো নিয়ম ফিরে আসবে। কিন্তু ২০২১ সালের ৫ মে ফের একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। অবশেষে পুরনো দিন ফিরছে। দেশের সব রেলওয়ে জোনকে বিজ্ঞপ্তি পাঠিয়ে যাত্রীদের পুরনো পরিষেবা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

You may also like

Leave a Reply!