Home দেশ চিনা উদ্যোগপতিকে সমন পাঠাল ভারতের আদালত

চিনা উদ্যোগপতিকে সমন পাঠাল ভারতের আদালত

by banganews

আবার চিন বনাম ভারত। তবে এবার দুই দেশ নয়। চিনা ধনকুবের বনাম ভারতীয় আদালত।
ভুয়ো খবর ছড়ানো এবং ভারতীয় কর্মীকে অন্যায় ভাবে বহিষ্কার করার অভিযোগে চিনা ধনকুবের জ্যাক মা-কে সমন পাঠালো গুরুগ্রামের আদালত।
ইউসি নিউজ এবং ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর জন্য আলিবাবা-র কর্ণধারকে পাঠানো হল এই সমন। তাঁকে গুরুগ্রাম আদালতে তলবও করা হয়েছে।
আলিবাবা-র প্রাক্তন কর্মচারী পুষ্পেন্দ্র সিং পরমার অভিযোগ করেন, আলিবাবা-র পক্ষ থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল। তার প্রতিবাদ করায় তাঁকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন করোনা আক্রান্ত হলেন বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি

সম্প্রতি এই বিষয়টি নিয়ে গুরুগ্রাম আদালতের দ্বারস্থ হন আলিবাবা-র ইউসি ওয়েবের ওই প্রাক্তন কর্মী।
আদালতে জমা দেওয়া নিজের অভিযোগনামাতে তিনি জানান, এমন কোনও খবর যা চিনের স্বার্থবিরোধী, ভারতে তা ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছিল আলিবাবা। শুধু তাই নয়, তাদের অ্যাপের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোরও অভিযোগ তিনি করেন।
এই মামলার শুনানিতে গুরুগ্রামের একটি জেলা আদালতের দায়রা বিচারক সনিয়া শেওকন্ড আলিবাবা-র কর্ণধার জ্যাক মা এবং সংস্থার বিভিন্ন শাখার একাধিক কর্তাকে তলব করেছেন। ২৯ জুলাই আদালতে উপস্থিত হতে হবে এঁদের। তবে আইনজীবী পাঠিয়েও আদালতে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন তাঁরা। একইসঙ্গে Alibaba ও সংস্থার বিভিন্ন শাখার কর্তাদের আগামী ৩০ দিনের মধ্যে আদালতে লিখিত ভাবে জবাব পাঠাতে হবে।

You may also like

Leave a Reply!