Home দেশ ৪৭ টি চাইনিজ ক্লোন অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

৪৭ টি চাইনিজ ক্লোন অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

by banganews

ইতিপূর্বে ৫৯ টি চাইনিজ অ্যাপ কেন্দ্র সরকার ভারতের জাতীয় সুরক্ষা ও ডাটা প্রাইভেসির প্রশ্নে নিষিদ্ধ করেছিল। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই তালিকা দীর্ঘায়িত করে তাতে সংযুক্ত করতে চায় আরো একগুচ্ছ অ্যাপ্লিকেশনকে। গত শুক্রবার দিন অর্থাৎ ২৪ শে জুলাই, ইস্যু হওয়া একটি অর্ডারে বলা হয় যে এখন থেকে এই নিষেধাজ্ঞা পূর্ববর্তী নোটিশে ব্যান হওয়া ৫৯ টি চাইনিজ অ্যাপের ক্লোন হিসেবে প্রস্তুত ৪৭ টি নতুন অ্যাপের জন্যও কার্যকর করা হবে। নতুন করে যে একগুচ্ছ অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো তাদের একটি সম্পূর্ণ তালিকা অবিলম্বেই প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। তালিকাভুক্ত এই ৪৭ টি অ্যাপ্লিকেশন অধিকাংশ ক্ষেত্রেই ব্যান হওয়া অ্যাপগুলির অল্টারনেটিভ লাইট ভার্সন অথবা উপযোগী কোন বিকল্প।

আরও পড়ুন ফ্রান্সের মাটি ছাড়ল রাফাল, পরশু ভারতে প্রবেশ

নতুন লিস্ট প্রকাশ হলে তালিকাভুক্ত নয়া অ্যাপগুলির ওপরেও বিধিনিষেধ আরোপিত হবে এবং অ্যাপ্লিকেশন স্টোর গুলি থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে সেগুলিকে। এর মধ্যে পড়ছে টিকটক লাইট, হ্যালো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইভ, ভিএফওয়াই লাইট প্রভৃতি। উক্ত অ্যাপ্লিকেশন গুলিকে ইতিমধ্যেই বিশেষ নোটিশ জারি করে গুগল প্লে স্টোর, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত প্রায় ২৫০ টি অ্যাপ্লিকেশনকে সন্দেহের পাল্লায় রাখা হয়েছে, আরো গভীর পর্যবেক্ষণ করে তবেই সেগুলির বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনুপুঙ্খভাবে ইউজার প্রাইভেসি এবং ন্যাশনাল সিকিউরিটি ভায়োলেশনের সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। এপ্লিকেশন ব্যান নিয়ে মন্ত্রকের বিবৃতিতে বলা হয় অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং জাতীয় সুরক্ষার জন্য হানিকারক।

You may also like

Leave a Reply!