Home লাইফস্টাইল বাড়ির সমৃদ্ধিতে প্রধান দরজার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? আজই জেনে নিন কারণ

বাড়ির সমৃদ্ধিতে প্রধান দরজার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? আজই জেনে নিন কারণ

by banganews

বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে বাড়ির প্রধান দরজার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে শুভশক্তি প্রবেশ করে প্রধান দরজার মাধ্যমে। বাড়ির প্রধান দরজার সামনে কোনও দেওয়াল, গাছ, ইলেকট্রিক পোস্ট ইত্যাদি থাকলে তা হলে বাড়িতে কর্মশক্তি প্রবেশে বাধার সৃষ্টি হয়। গর্ত, নর্দমাও কর্মশক্তি প্রবেশে অন্তরায় হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় প্রধান দরজা সুন্দর করে সাজাতে গিয়েও এই বাধা আমরা নিজেরাই তৈরি করে ফেলি। এটা বাড়ির জন্য ক্ষতিকারক। এই বাধা তৈরি হলে বাড়ির সদস্যদের মধ্যে মানসিক উদ্বিগ্নতা, অশান্তি এবং কর্মশক্তিহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। বাড়ির সদস্যদের উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। বিশেষ প্রভাব পড়ে গৃহকর্তার উপর।

 

মহিলাদের সুরক্ষায় নয়া উদ্যোগ কলকাতা পুলিশের

বাড়ির প্রধান দরজা জানলা বাধাহীন করার আরও একটি কারণ হল সূর্যের আলো প্রবেশ। সূর্য আলোর প্রধান উৎস। বাস্তুশাস্ত্র মতে, যে বাড়িতে সূর্যালোক প্রবেশ করে না সেই বাড়ি বাস্তু দোষযুক্ত। দিনের প্রথম ভাগের সূর্যালোক বাড়ি আলোকিত করলে বাড়ি কর্মশক্তি পূর্ণ হয় উঠে। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে স্বস্তিক চিহ্নের ব্যবহার করলে শুভ হয়। প্রধান দরজায় স্ফটিক এবং লাল ফিতের সঠিক ব্যবহারও শুভ ফল দান করে।

You may also like

Leave a Reply!