Home বঙ্গ দোলে লক্ষাধিক ভক্তের ঢল মায়াপুরের ইসকন মন্দিরে

দোলে লক্ষাধিক ভক্তের ঢল মায়াপুরের ইসকন মন্দিরে

by banganews

বসন্তোৎসবে সকলে রঙের উৎসবে মাতোয়ারা। মেতে উঠেছে মায়াপুরের ইস্কন মন্দিরও। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগমে মেতে উঠেছে নদিয়ার মায়াপুরে ইসকন মন্দির। শ্রী চৈতন্যদেবের জীবনবাণী এবং আদর্শ বিভিন্ন ভাষায় পাঠ করা হচ্ছে। মঙ্গল আরতিও চলবে দফায় দফায়। গত দু’বছর করোনা সংক্রমণের কারণে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছিল মায়াপুর ইসকন মন্দিরের তরফে। করোনা কিছুটা কমার কারণে এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুরের ইসকন মন্দিরে হোলি উৎসব। সকাল থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা প্রবেশ করছেন মন্দিরে। এই দিনটিতে চারটি মঞ্চ তৈরি করে মহাপ্রভুর অভিষেক হবে।

https://thebanganews.com/kolkata-corporation-takes-initiative-to-clean-adi-ganga/

শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ সন্ধেয় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বিকেলে অভিষেকের মাধ্যমে আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হবে।

You may also like

Leave a Reply!