Home দেশ স্বপ্নের হেলিকপ্টার হয়ে উঠল মরণফাঁদ

স্বপ্নের হেলিকপ্টার হয়ে উঠল মরণফাঁদ

by banganews

ছেলেটির প্রিয় সিনেমা থ্রি ইডিয়টস, আদর্শ চরিত্র ছিলেন র‍্যাঞ্চো। তাদের ঘিরেই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজের স্বপ্নের দুনিয়া৷  ভেবেছিলেন নিজের হাতেই তৈরি করবেন হেলিকপ্টার। তারপর চমকে দেবেন গোটা দেশকে। স্বাধীনতা দিবসের দিন দেশকে উপহার দেবেন স্বপ্নের ফসল৷  কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল মহারাষ্ট্রের ফুলসাওয়াঙ্গি গ্রামের ইসমাইল শেখের। নিজের তৈরি হেলিকাপ্টারের ব্লেডেই গলা কেটে মর্মান্তিক মৃত্যু ঘটল তাঁর। এ যেন সেই মেরি শেলী রচিত উপন্যাস “ফ্রাঙ্কেনস্টাইন” এর গল্প৷

পুঁথিগত বিদ্যায় ইসমাইল মনযোগী ছিল না কোনদিনই। অষ্টম শ্রেণীতে পড়াকালীন স্কুল বন্ধ হলে দাদার ওয়েল্ডিং এর দোকানে কাজ শুরু করেন৷ কিছু দিনের মধ্যেই রপ্ত করে নেন গৃহস্থের নানান আসবাব তৈরির কৌশল।

কিন্তু তাঁর স্বপ্ন ছিল আকাশছোঁয়ার৷ এক সিটের হেলিকপ্টার বানাবেন এই হল তাঁর ইচ্ছে৷ ইউটিউবের বিভিন্ন মাধ্যম দেখে নানা প্রকৌশল আয়ত্ত করলেন।  দুই বছরের প্রচেষ্টায় একটি হেলিকপ্টার তৈরি করেন তিনি,  মারুতি ৮০০ একটি ইঞ্জিন সংযুক্ত করেন। ভালোবেসে নিজের ডাকনামেই নাম দেন  মুন্না হেলিকাপ্টার। ইসমাইলের ডাকনাম ছিল মুন্না।

ইসমাইলের ইচ্ছে ছিল বিশ্বের দরবারে তার এই আবিষ্কার সমাদৃত হোক, তিনি ফুলসাওয়াঙ্গির নাম উজ্জ্বল করবেন । কিন্তু তাঁর আবিস্কার-ই কেড়ে নিল তাঁর প্রাণ। ইসমাইলের এক বন্ধু শচীন উবালের মতে, নিজের আবিস্কার নিয়ে খুবই আনন্দিত ছিল ইসমাইল। মঙ্গলবার রাত্রে নিজের বানানো হেলিকপ্টার  পরীক্ষা করছিলেন তিনি। গ্রামের বহু মানুষ জড়ো হয়েছিলেন তা চাক্ষুষ দেখতে।  হেলিকাপ্টার চালু করার পর হেলিকাপ্টারের টেল রোটেটর অংশটি মূল পাখায় ধাক্কা মারলে পাখাটি ভেঙে যায়, তখন সামনেই দাঁড়িয়ে ছিলেন ইসমাইল, পাখার ব্লেড গিয়ে লাগে তার গলায়, ব্লেডের আঘাতে গলাটি কেটে যায় তাঁর। সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে  নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি তাঁকে৷

You may also like

Leave a Reply!