Home দেশ একাধিক রুটে চলবে অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন

একাধিক রুটে চলবে অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন

by banganews
অতিদ্রুতগতি সম্পন্ন রেলপরিষেবা চালু করতে বেশকিছু সময় ধরে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ সেই লক্ষ্য পূরণের জন্য আরও একধাপ পা বাড়ালো রেলমন্ত্রক, চালু করা হল মিশন রফতার। এরইমধ্যে প্রায় ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার নোটিশ রিলিজ করেছে ভারতীয় রেল ৷ এই টেন্ডারের আবেদন সংগ্রহ শুরু করা হবে আগামীকাল অর্থাৎ ১০ই জুলাই থেকে ৷
এই প্রকল্পের  মাধ্যমে রেল শীঘ্রই ৪৪টি হাই স্পিড ট্রেন পেয়ে যাবে যা প্রাথমিকভাবে গোটা দেশের নির্ধারিত কয়েকটি রুটে চলবে ৷ করোনা সংক্রমণের বিষয়টিকে মাথায় রেখে রেলের তরফে জানানো হয়েছে, যে ডকুমেন্ট ম্যানুয়াল প্রক্রিয়ায় জমা দিতে হত তা এখন থেকে সরাসরি জোনাল রেলের জিএম, সচিব, আরডিএসও-র সচিব বা এনএআইআর-কে দেওয়া যাবে। ইতিমধ্যে চেন্নাই কোচ ফ্যাক্টরি, ৪৪ টি সেমি হাই স্পিড ট্রেন সেটের টেন্ডার জারি করেছে, যা ১০ জুলাই, ২:১৫  নাগাদ খুলে যাবে ৷
প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়িত করতে রেলের তরফে গ্লোবাল টেন্ডার জারি করা হয়েছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসের নির্মাণ শৈলী মাথায় রেখে নতুন রেল ট্রাক তৈরি করার কথা ভাবা হচ্ছে। এই ট্রেনটিতে বিশেষভাবে চারটি কামরা দ্বারা নির্মিত একটি সেট ও চারটি সেটে  একটি ১৬ কামরার ট্রেন তৈরীর পরিকল্পনা করা হয়েছে। এর জন্য একাধিক জায়গায় ট্রায়ালও চলছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের কথা মাথায় রেখে নতুন রেল ইঞ্জিন নির্মাণ প্রকল্প চালু করার কথা ভাবছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

You may also like

Leave a Reply!