Home বঙ্গ হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড, ICCU তে গিয়ে কার্ড দিয়ে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড, ICCU তে গিয়ে কার্ড দিয়ে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

by banganews

বঙ্গ নিউস, ৭ জানুয়ারি, ২০২১ঃ মানুষের পাশে থাকতে হবে, বরাবর এই কথাই বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দুয়ারে সরকার’ প্রকল্প ইতিমধ্যেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এই প্রকল্পের অন্যতম পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ড। এবার হাতে হাতে মিলছে স্বাস্থ্যসাথী কার্ড। বাড়িতে হোক বা হাসপাতালের বেডে শুয়ে মিলছে স্বাস্থ্যসাথী কার্ড। সামনেই বিধানসভা নির্বাচন, এর আগে হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার ব্যাপার অনুঘটকের মত কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে টুইট করে জানানো হয় “দুর্ঘটনায় আক্রান্ত হয়ে আই.সি.সি.ইউ-তে ভর্তি থাকা এক ব্যক্তির চিকিৎসার সুবিধার্থে হাসপাতালে গিয়েই তাঁকে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করে এলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা”।

অন্যদিকে জানা গিয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডে টাকাও পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকার এক বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি, তিনি তিনতলা থেকে পড়ে যান, তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরী অস্ত্রোপ্রচারের জন্য তাঁকে স্বাস্থ্যসাথী কার্ড থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। সেই কার্ড দেখিয়েই বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছেন তিনি।

You may also like

Leave a Reply!