Home বঙ্গ হোয়াটসঅ্যাপে বুক করা যাবে গ্যাস, জেনে নিন পদ্ধতি

হোয়াটসঅ্যাপে বুক করা যাবে গ্যাস, জেনে নিন পদ্ধতি

by banganews

বঙ্গ নিউস, ৩ নভেম্বর, ২০২০ঃ নভেম্বর থেকে বদলে গিয়েছে গ্যাস বুকিংয়ের পদ্ধতি। বুকিং নম্বরও বদলেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুকিং করা যাবে। গ্যাস সংস্থার হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং টেক্সট পাঠাতে হবে। রেজিস্টার মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে বুকিং করা যাবে। সেক্ষেত্রে Indane অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। https://iocl.com/Products/Indanegas.aspx এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করা যাবে।

আরও পড়ুন তীব্র বিস্ফোরণ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে, মৃত ১

গ্যাস বন্টনের ক্ষেত্রেও একাধিক নিয়ম বদল হয়েছে। গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার পরে ডেলিভারি অথেন্টিক কোড লাগবে যা গ্রাহকের মোবাইলে যাবে। এখন থেকে আর 9088324365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করা যাবে না। নতুন মোবাইল নম্বর 7718955555-এ ফোন করে গ্যাস বুকিং করতে হবে। পশ্চিমবঙ্গ ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন এমনটাই জানিয়েছে।

You may also like

Leave a Reply!