Home বঙ্গ দক্ষ ফুটবলার তৈরির জন্য মালদহে শুরু ফুটবল অ্যাকাডেমি

দক্ষ ফুটবলার তৈরির জন্য মালদহে শুরু ফুটবল অ্যাকাডেমি

by banganews

মালদহ, ৩ অক্টোবর,২০২০ঃ  বাঙালির সর্বকালের সেরা খেলা ফুটবল। দক্ষ ফুটবলার তৈরির লক্ষ্যে মালদহ ক্লাবের উদ্যোগে শুরু হল ফুটবল অ্যাকাডেমি। মালদহের বৃন্দাবনী ময়দানে ৬ বছর থেকে ১৮ বছর বয়সের ছেলে মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে এই অ্যাকাডেমিতে। স্থানীয় ৫ জন কোচ থাকবেন, সেইসঙ্গে প্রতিসপ্তাহে কলকাতা থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষকরা আসবেন ফুটবল খেলা শেখাতে। এতদিন লন টেনিস, টেবিল টেনিস অ্যাকাডেমি পরিচালনা করত শহরের এই অভিজাত ক্লাব। এবার তার সঙ্গে যুক্ত হল ফুটবলও।

আরও পড়ুন সবংয়ে তৃণমূল কার্যালয় আগুন, কাঠগড়ায় বিজেপি

লকডাউনে মালদহের বৃন্দাবনী ময়দানে গত কয়েকমাস ধরে নতুন ঘাস রোপন, মাঠ রোলিং আর উন্নত নিকাশি ব্যবস্থা করে মাঠের হাল ফেরানো হয়েছে। জেলা যুব দফতরের সহযোগিতায় সপ্তাহে ৬ দিন চলবে ফুটবলার তৈরির প্রশিক্ষণ। প্রতিভাবান কচিকাঁচাদের তালিম দিয়ে গড়ে তোলা হবে দক্ষ ফুটবলার হিসেবে। ৬০ জন নানা বয়সের খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে এই এ্যাকাডেমি, যাদের মধ্যে অনেকেই সমাজের পিছিয়ে পড়া শ্রেণির অন্তর্গত। খেলার পোশাক, বল, বুট সহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম, এমনকি দৈনিক টিফিনের ব্যবস্থাও থাকছে এখানে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা বৃন্দাবনী ময়দানে সকালে ও বিকালে চলবে প্রশিক্ষণ। প্রতিভা এবং দক্ষতা অনুযায়ী জেলা এবং রাজ্যস্তরে খেলার সুযোগ থাকবে৷

You may also like

Leave a Reply!