Home দেশ মশার ধূপ থেকে সপরিবারে মৃত্যু

মশার ধূপ থেকে সপরিবারে মৃত্যু

by banganews

মশার উৎপাতে রাতে ঘুমানো যায় না, তাই ঘুমোবার আগে মশা মারার ধূপ (Mosquito Coil) জ্বালিয়েছিলেন পরিবারের কর্তা। ভোররাতে ঘুম ভেঙে  দেখলেন গোটা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দরজা খোলার উপায় নেই, সেখানেও আগুন। কালো ধোঁয়ায় ভরে গেছে ঘর, এভাবেই ভোররাতে দমবন্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের।

ঘটনাটি ঘটেছে দিল্লির পুরনো সীমাপুরী এলাকায়। ভোর ৪টে নাগাদ আগুন লাগে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়ির তিনতলা থেকে উদ্ধার করা হয়েছে চারটি মৃতদেহ।

দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়ির সদস্যরা কেউ আগুনে পুড়ে মারা যায়নি , দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের নাম হল হরিলাল (৫৮), তাঁর স্ত্রী রীণা (৫৫), তাঁদের ২৪ বছরের ছেলে আশু ও ১৮ বছরের মেয়ে রোহিনী।

আরো পড়ুন

বিষাক্ত মাছ খেয়ে অসুস্থ

হরিলাল ও রীণার বড় ছেলে অক্ষয় বাড়ির দোতলায় ঘুমিয়েছিল৷  সে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

পুলিশের তরফে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মশার ধূপ থেকেই ঘরের তক্তপোশ বা অন্য কিছুতে আগুন লেগে যায় এবং তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে। দরজার সামনেও আগুন থাকায় কেউ বেরোতে পারেনি৷  চারজনেরই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

You may also like

Leave a Reply!