Home দেশ ব্যাঙ্কে লকার আছে? জেনে নিন আরবিআই এর নতুন নিয়ম

ব্যাঙ্কে লকার আছে? জেনে নিন আরবিআই এর নতুন নিয়ম

by banganews

গ্রাহকদের সুবিধার্থে এবার ব্যাঙ্ক লকার সংক্রান্ত নতুন নিয়ম জারি করল আরবিআই। নতুন নিয়ম অনুযায়ী, ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের কোনও ক্ষতি হলে বা লকারের সামগ্রী হারিয়ে গেলে ব্যাঙ্কগুলি দায়ী থাকবে না। লকার চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা ব্যাঙ্ক কর্মচারীদের দ্বারা প্রতারণা হলে ব্যাঙ্কের দায়িত্ব হবে লকারের ভাড়ার ১০০ গুণ পর্যন্ত। অর্থাৎ ব্যাঙ্ক আপনার থেকে বছরে ৫০০০ টাকা চার্জ নিলে ক্ষতিপূরণ হিসেবে বছরে ৫,০০,০০০ টাকা জরিমানা হিসেবে দেওয়া হবে।

১ জানুয়ারি ২০২৩ থেকে ব্যাঙ্ক লকার হোল্ডারদের সঙ্গে নতুন ভাবে চুক্তি শুরু করবে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মাধ্যমে ড্রাফ্ট লকার এগ্রিমেন্ট লাগু করবে। প্রসঙ্গত, সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের লকারের সুবিধা দিয়ে থাকে। এর জন্য গ্রাহকদের থেকে বার্ষিক চার্জ নেওয়া হয়।

 

ডেউচা-প্যাকেজ সম্মতিতে সই বেশ কিছু জমিদাতার

লকারে রাখা দামি গয়না ও অন্যান্য জিনিসের অবশ্যই লিস্ট বানিয়ে রাখুন। জিনিসের লিস্ট না থাকলে কোনও রকমের দুর্যোগের সময় আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।

You may also like

Leave a Reply!