Home বঙ্গ নতুন অ্যাপে মিলবে গাছের সন্ধান

নতুন অ্যাপে মিলবে গাছের সন্ধান

by banganews

শিবপুর, ১০ অক্টোবর, ২০২০ঃ মানুষ এখন পুরোপুরি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবার গাছের সন্ধান পেতে আসতে চলেছে অ্যাপ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের একটি ২৫০ বছরের প্রাচীন বটবৃক্ষ রয়েছে যার পরিধি ৩৩০ মিটার। বোটানিক্যাল গার্ডেনের বিশেষ আকর্ষণ এই বটবৃক্ষটি। বটগাছ ছাড়াও এই উদ্যানে এমন আরও অনেক গাছ রয়েছে যার খোঁজে প্রতিদিন বহু মানুষ আসেন।

আরও পড়ুন যুগান্তকারী আবিষ্কার! ফুঁ দিলে এক মিনিটেই করোনা রিপোর্ট পাওয়া যাবে হাতে

এবার সেইসব গাছের সঠিক সন্ধান দিতে অ্যাপ নিয়ে এল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। অ্যাপের নাম বিএসআই। অনেক শিক্ষার্থীরাও বোটানিক্যাল গার্ডেনে আসে। তাঁদেরও প্রয়োজনীয় গাছ খুঁজতে অনেকটা সময় লেগে যায়। এবার বিএসআই অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে কোন গাছ কোথায় রয়েছে। শুধু তাই নয়, কোন রাস্তা দিয়ে সেই গাছের কাছে পৌঁছানো যাবে তাও জানাবে অ্যাপ। এছাড়াও বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে বিভিন্ন তথ্য বাড়িতে বসেই জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। গুগল প্লে স্টোরে গিয়ে বিএসআই লিখলেই চলে আসবে এই অ্যাপ। বোটানিক্যাল গার্ডেন ছাড়াও উদ্ভিদজগতের নানা খুঁটিনাটি জানাবে বিএসআই।

You may also like

Leave a Reply!