Home দেশ পুরোনো সৈনিক হয়েও বাদ পড়লেন রাহুল, উগরে দিলেন ক্ষোভ

পুরোনো সৈনিক হয়েও বাদ পড়লেন রাহুল, উগরে দিলেন ক্ষোভ

by banganews

দিল্লি, ২৬ সেপ্টেম্বরঃ আজ বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল করা হল। কেন্দ্রীয় কমিটির সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল রাহুল সিনহাকে। কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসাবে জায়গা পেয়েছেন তৃণমূল থেকে আসা অনুপম হাজরা। তাঁকে সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি  জাতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তাকে।

আরও পড়ুন তৈরি হচ্ছে রিপোর্ট, তদন্ত গোটাচ্ছে এনসিবি

এর পরেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল সিনহা। তিনি বলেন, “৪০ বছর ধরে দলের সৈনিক হিসাবে কাজ করেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করে এসছি, আর আজ তৃণমূল থেকে আসা নেতাদের জন্য সরে যেতে হল, এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না”। তিনি আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে তাঁর সিদ্ধান্ত দলকে জানিয়ে বলে জানিয়েছেন। স্বভাবতই তাঁর এই কথা নিয়ে জল্পনা দেখা দিয়েছে, রাহুল সিনহা কি তবে দল ছাড়ার ইঙ্গিত দিলেন। যদিও এই বিষয় বঙ্গ বিজেপির কেউই মন্তব্য করতে চাননি। অন্যদিকে মুকুল রায়ও বড় দায়িত্ব পেল বিজেপিতে। তাঁকে সর্ব ভারতীয় সহ সভাপতি করা হয়েছে।

You may also like

Leave a Reply!