Home দেশ নতুন পেনশন প্রকল্পের প্রস্তাব আনছে ইপিএফও

নতুন পেনশন প্রকল্পের প্রস্তাব আনছে ইপিএফও

by banganews

যে সমস্ত কর্মীর মাসিক মূল বেতন ১৫,০০০ টাকার বেশি তাঁদের জন্য নতুন একটি পেনশন প্রকল্পের ভাবনাচিন্তা শুরু করেছে কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও)। সূত্রের খবর, ১১ এবং ১২ মার্চ গুয়াহাটিত কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

ইপিএফও-র নিয়ম অনুযায়ী, কোনও সংস্থায় কাজে যোগ দেওয়ার সময়ে সংশ্লিষ্ট কর্মীর মূল বেতন ১৫,০০০ টাকার মধ্যে হলে তাঁর পেনশন প্রকল্পে যোগ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু পরবর্তী সময়ে বেতন বাড়লেও ১৫,০০০ টাকার হিসাবেই টাকা জমা পড়ে পেনশন তহবিলে। কিন্তু কাজে যোগ দেওয়ার সময়ে বেতন ১৫,০০০ টাকার বেশি হলে প্রকল্পে যোগ দেওয়ানো বাধ্যতামূলক নয়।

সমাপ্ত হল তিন দিনব্যাপী ত্রয়োদশ এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল

ফলে উঁচু বেতনের অনেকেই পেনশন প্রকল্পে যোগ দিতে পারছেন না কিম্বা ক্ষমতা থাকলেও জমা রাখতে পারছেন না বাড়তি টাকা। এই প্রকল্পের দাবি দীর্ঘদিনের। রিপোর্ট জমা দিতে পারে তাদের পেনশন সংক্রান্ত সাব কমিটি।

You may also like

Leave a Reply!