Home দেশ অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে ইডি-র তল্লাশি

অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে ইডি-র তল্লাশি

by banganews
কংগ্রেসি সরকারের গৃহযুদ্ধে এমনিতেই তপ্ত রাজস্থান। আর তার মধ্যেই আরও এক দুর্যোগ।
 রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনিভাবে রাসায়নিক সার রপ্তানিতে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতে চিরুনি তল্লাশি চালায় ইডি।
গত ২০১৭ সালে নভেম্বরে অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে বিজেপি। সেখানে বলা হয়, ২০০৭-২০০৯ সালে কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন ভর্তুকিতে প্রাপ্ত রাসায়নিক সার বিদেশে রপ্তানি করে অগ্রসেনের সংস্থা। এই মিউরেট অব পটাশ বিদেশে রপ্তানি করা আইনবিরুদ্ধ।
শুধু তাঁর বাড়িই নয়, রাজ্য ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর বিপুল সম্পত্তি তল্লাশি করে ইডি।
ভারতে কেবলমাত্র ইন্ডিয়ান পটাশ লিমিটেডের মিউরেট অব পটাশ আমদানির অধিকার রয়েছে। সেটা ভর্তুকি দিয়ে কৃষকদের দেওয়া হয়।
এই রাসায়নিক সার নিয়ে দুর্নীতির প্রথম পর্দাফাঁস হয় ২০১২-১৩ সালে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের তদন্তে। যদিও অগ্রসেনের বক্তব্য, কয়েকজন মধ্যবর্তী ব্যক্তি তাঁর থেকে সার কিনে কৃষকদের কাছে বিক্রি করবে বলেছিল। কিন্তু, সেটা উল্টে তারা বিদেশে রফতানি করে। এ ব্যাপারে তাঁর কোনও হাত নেই।

You may also like

Leave a Reply!