Home লাইফস্টাইল শীতে ঘনঘন শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখার সহজ উপায়

শীতে ঘনঘন শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখার সহজ উপায়

by banganews

শীতকালে ঠান্ডার ভয়ে প্রতিদিন স্নান করছেন না? এই অভ্যাস যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমনই চুলের জন্যও ক্ষতিকারক। চুল অপরিস্কার থাকলে চুলের নানান সমস্যা তৈরী হয়। আবার শীতে ঘন ঘন চুলে শ্যাম্পু করলেও ঠান্ডা লাগা, জ্বরের প্রবণতা বাড়ে। তবে ঘন ঘন শ্যাম্পু ছাড়াও শীতকালে চুল পরিষ্কার রাখা সম্ভব।

* সকালে ঘুম থেকে উঠেই ভাল করে চুল আঁচড়ে নিন। চুল আঁচড়ানোর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করুন মোটা দাঁতের চিরুনি।

* শ্যাম্পু করতে না চাইলেও চুলে ধোওয়া প্রয়োজনীয়। স্নানের সময় বা সকালে উঠে জল দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন। তবে চুল ধোয়ার ক্ষেত্রে ভুলেও গরম জল ব্যবহার করবেন না।

* শীতকালে চুল বা ত্বকে ধুলো-ময়লা বেশি জমে। তাই বাইরে বের হওয়ার আগে মাথায় ওড়না জাতীয় কিছু একটা জড়িয়ে নেওয়া ভালো। এছাড়া লম্বা চুল হলে বাইরে বের হওয়ার আগে অতি অবশ্যই চুল বেঁধে বের হওয়া উচিত।

* শীতকালে খুশকির সমস্যা বেড়ে যায়। তাই চুল ধোওয়ার সময়ে এক মগ জলে পাতিলেবুর রস মিশিয়ে মাথায় লাগালে খুশকির সমস্যা দূর হয়।

 

ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দাপুটে বিজেপি নেতার

* শ্যাম্পু ছাড়াও চুল ভাল রাখতে ব্যবহার করুন গ্রিন টি। ১০ থেকে ১৫ মিনিট গ্রিন টি ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে ধুলে চুল হবে মসৃণ, নরম আর কোমল।

You may also like

Leave a Reply!