Home বঙ্গ ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দাপুটে বিজেপি নেতার

ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দাপুটে বিজেপি নেতার

by banganews

তৃণমূলে যোগ আরও এক দাপুটে বিজেপি নেতার। কিছুদিন আগেই অভিযোগ এনেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দল বহিষ্কার করে তাঁকে। এবার হাওড়া সদরের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সেই সুরজিৎ সাহা যোগ দিতে চলেছেন তৃণমূলে। সূত্রের খবর, বৃহস্পতিবারই অর্থাৎ আজই শরত্‍ সদনে ঘাসফুলে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সুরজিৎ সাহা বলেন, ‘মাত্র ৬ মাস আগে তো বিজেপিতে এসেছেন। নারদার টাকা ওনার হাতে নিতেও দেখা গিয়েছে। কই বিজেপির অন্য কোন নেতার ক্ষেত্রে তো এমনটা দেখা যায়নি। ওনাকে আগে ওনার সততার প্রমাণ দিতে হবে। সেইসঙ্গে হাওড়ার নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাদের যে যোগ আছে, তা প্রমাণ করতে হবে, নাহলে এসে ক্ষমা চাইতে হবে শুভেন্দুকে’।

ভারতের জন্য গর্বের মুহূর্ত, মিস ইউনিভার্সের মঞ্চে বিচারকের আসনে ভারতীয় অভিনেত্রী

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে হাওড়া বিজেপির শীর্ষ নেতার এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি! আরও প্রকট হয় গোষ্ঠীদ্বন্দ্ব। এসবের পরেই দলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি থেকে বহিষ্কার করা হয় হাওড়া সদরের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহাকে।

You may also like

Leave a Reply!