Home দেশ কার্গিল বিজয় দিবসে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

কার্গিল বিজয় দিবসে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

by banganews

ঐতিহাসিক কারগিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজকের এই বিশেষ দিনটিতে ভারতের সৈনিকদের উদ্দেশে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং টুইটে লিখে জানিয়েছেন, কারগিল বিজয়ের ২১তম বার্ষিকীতে তিনি ইন্ডিয়ান আর্মড ফোর্সের সেই সাহসী সৈন্যদের স্যালুট জানাচ্ছেন যারা অসীম সাহসীকতার পরিচয় দিয়েছিল সেদিন। ১৯৯৯ সালের ৩ রা মে কারগিলে যুদ্ধ শুরু হয়, এর সমাপ্তি ঘটে ২৬ শে জুলাই। অবিস্মরণীয় সেই লড়াইয়ে পাকিস্তানি সেনাদের হটিয়ে দিয়ে কারগিলে তেরঙ্গা উড়িয়েছিল ভারতীয় জওয়ানরা। এই ভয়ানক যুদ্ধের মাশুল দিতে গিয়ে প্রাণ হারায় বহু বীর সৈনিক। উক্ত দিনটিকে স্মরণে রেখে পালন করা হয় কারগিল বিজয় দিবস। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সেই যুদ্ধ বিজয়ের ২১ তম বর্ষপূর্তি আজ। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিজয় দিবসের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন মাস্ক পরতে কষ্ট হলে চিকিৎসক নার্সদের কথা ভাবুন – মোদী 

যুদ্ধে মোট ৪৫৩ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছিল, যুদ্ধবন্দী করা হয় বেশ কিছুজনকে। এই যুদ্ধে পাকিস্তান পাঠিয়েছিল প্রায় পাঁচ হাজার সেনা। পাকিস্তান কারগিলের যুদ্ধের মাধ্যমে জম্মু-কাশ্মীরের সমস্যাটিকে পলিটিসাইজ করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। কার্গিল দখল করে লাদাখ এবং কাশ্মীরের মধ্যে সংযোগ ছিন্ন করা গেলে তাদের জন্য বিষয়টি সহজ হত এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে কাশ্মীর সমস্যা নিয়ে আসা যেত। সীমান্তে অতন্দ্র প্রহরারত জওয়ানদের বীরত্বে বিফল হয় সকল ষড়যন্ত্র। কারগিল বিজয়ের ২১তম বার্ষিকীতে ভারতীয় সশস্ত্র বাহিনীর সেই সাহসী সৈন্যদের স্যালুট।

You may also like

Leave a Reply!