Home বিদেশ কে পপ শোনার অপরাধ! মেলে মৃত্যুদণ্ডের শাস্তিও

কে পপ শোনার অপরাধ! মেলে মৃত্যুদণ্ডের শাস্তিও

by banganews

আতঙ্কের দেশ উত্তর কোরিয়া। একনায়কতন্ত্র চালান কিম জং উন। ছোট্ট ছোট্ট অপরাধেও মেলে ভয়ঙ্কর শাস্তি। স্বাভাবিক জীবনযাপনের কল্পনাও এখানে অপরাধ। এবার দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ‘কে পপ’ শোনার ‘অপরাধে’ সাত জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিলেন তিনি। তথ্যসূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তৈরি ‘কে পপ’ শোনা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার ‘অপরাধে’ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অন্তত সাত জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছেন কিম। মৃত্যুদণ্ড দিয়েই থেমে থাকেননি তিনি। তাঁর নির্দেশে প্রিয়জনদের মৃত্যু দেখতে বাধ্যও করা হয়েছিল নিকটাত্মীয়দের। কিমের প্রথম পাঁচ বছরের শাসন কালে নানান কারণে মোট ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেন তিনি। এই তালিকায় রয়েছেন কিমের কাকা জ্যাং সং থেক, দেশের তৎকালীন সেনা প্রধান রি ইয়ং হো।

 

বাচ্চাদের জন্য কবে আসছে ভ্যাস্কিন?

বাবা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন ফতোয়া জারি করেছে কিমের সরকার। রেডিয়ো ফ্রি এশিয়া সূত্রে খবর, টানা ১১ দিন চলবে না মদ্যপান। হাসতেও পারবেন না কেউ। দেশবাসীর চোখেমুখে কোনও ভাবেই খুশি প্রকাশ পেলেই দেওয়া হবে শাস্তি।

You may also like

Leave a Reply!