Home বঙ্গ ‘অশনি’ সংকেত! রাজ্যে বাড়ছে উত্তাপ

‘অশনি’ সংকেত! রাজ্যে বাড়ছে উত্তাপ

by banganews

সোমবারেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে নিম্নচাপটি। সাইক্লোন ‘অশনি’ নিয়ে অশনি সংকেতও থাকছে। আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আরও তীব্রতর হবে, এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। এদিকে এরই মধ্যে রাজ্যে বেড়ে চলেছে তাপমাত্রা। বেলা বাড়তেই আরও গরম বাড়বে, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের কোথাও আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিনে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ক্রমে আরও তাপমাত্রা বাড়বে বঙ্গের। সঙ্গে বাড়বে অস্বস্তি। তবে ঘূর্ণিঝড় অশনির প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না। আবহাওয়া দফতর জানিয়েছে যে বঙ্গে দাবদাহ আরও বাড়বে আগামী কয়েকদিনে।

https://thebanganews.com/home-remedies-to-remove-marks-on-nose-from-wearing-glasses/

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ২০ শতাংশ। আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী দু-তিন দিন আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় আকাশ পরিষ্কারই থাকবে।

You may also like

Leave a Reply!