Home বিদেশ আগস্টের মাঝামাঝি মিলবে করোনা প্রতিষেধক, দাবি রাশিয়ার

আগস্টের মাঝামাঝি মিলবে করোনা প্রতিষেধক, দাবি রাশিয়ার

by banganews

করোনা ভাইরাসের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের সবকটি ধাপ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ বিশ্বের যে দেশগুলি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এগিয়ে রয়েছে, তাঁদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে রাশিয়া৷

যে সব স্বেচ্ছাসেবকদের উপরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছিল, তাঁদের ২০ জুলাইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে৷ সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিক্যাল প্যারাসাইটোলজির ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বোর্ন ডিজিজ বিভাগের ডিরেক্টর অ্যালেক্সান্ডার লুকাসেভ জানিয়েছেন, এই ভ্যাকসিন যে সম্পূর্ণ নিরাপদ, তা নিয়ে কোনও সংশয় নেই৷

আরও পড়ুন করোনা ১৩ কোটি ২০ লক্ষ মানুষকে ঠেলে দেবে মন্বন্তরে : আশঙ্কা সম্মিলিত জাতিপুঞ্জের

একটি রিপোর্ট অনুযায়ী, অগাস্ট মাসের মাঝামাঝি বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন তাঁরা লঞ্চ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা৷

অ্যালেকজান্ডার লুকাসেভ জানিয়েছেন, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই ভ্যাকসিনটি সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করা যাবে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ওষুধ সংস্থাগুলি রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে বলে তিনি মনে করছেন৷

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক এলেনা স্মোলিরাচুক জানিয়েছেন, ভ্যাকসিন প্রয়োগের পর কয়েকজন স্বেচ্ছাসেবকের সামান্য জ্বর এবং মাথাব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল৷ কিন্তু একদিনের মধ্যেই তা কমে যায়৷ প্রথম দফায় ১৮জন এবং দ্বিতীয় দফায় ২৩জন স্বেচ্ছাসেবকের উপরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল৷ ১৮ থেকে ৬৫ বছর বয়সি ওই স্বেচ্ছাসেবকদের ২৮ দিন আইসোলেশনে রাখা হয়েছিল৷ আগামী ৬ মাস তাঁদের উপরে নজর রাখা হবে৷

আরও পড়ুন ন্যূনতম চিকিৎসার অভাবে মৃত্যু এক অধ্যাপক ও শিক্ষিকার

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী, এখনও রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায়েই রয়েছে৷ যে কোনও ভ্যাকসিনেরই বাণিজ্যিক উৎপাদনের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের তিনটি ধাপ সম্পূর্ণ করতে হয়৷ তাই আরও কিছু সময়ের অপেক্ষা করতেই হবে৷

You may also like

Leave a Reply!