Home কলকাতা ইংরেজী শিক্ষায় বর্ণবৈষম্যকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের ছোটদের একটি বিদ্যালয়

ইংরেজী শিক্ষায় বর্ণবৈষম্যকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের ছোটদের একটি বিদ্যালয়

by banganews

পশ্চিম বর্ধমানের একটি ছোটোদের বিদ্যালয়ে ইংরেজী শিক্ষার ক্ষেত্রে বর্ণবৈষম্যর মতো একটি বিষয়কে প্রাধান্য দেওয়ার মতো ঘটনা ঘটায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে বৃহস্পতিবার ঐ স্কুলের দুই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
ছোটোদের কাছে পড়াশোনার বিষয়টিকে আকর্ষণীয় করে তোলার জন্য বইতে নানান ছবির ব্যবহার করা হয়। সেরকমই ইংরেজী বর্ণমালা শেখানোর জন্য একটি বইতে ” U for Ugly” বর্ণটির পাশে কৃষ্ণাঙ্গ এক মানুষের ছবি ছাপা থাকায় বির্তক তৈরি হয়েছে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, ঐ বিদ্যালয়ের পাঠ্য বইটি পশ্চিমবঙ্গ শিক্ষাপর্ষদ দ্বারা স্বীকৃত নয়। বইটি স্কুলের নিজস্ব। বর্ণবৈষম্যর মতো বিষয় বাচ্চাদের মনে প্রভাব ফেললে তা সহ্য করা হবেনা।

আরও পড়ুন আমেরিকার জর্জ ফ্লয়েডের আন্দোলনের ঢেউ ব্রিটেনে যেভাবে আঘাত হেনেছে তা স্থানীয় এলিটদের চমকে তুলেছে

সূত্রের খবর অনুযায়ী, লকডাউনের জন্য বিদ্যালয়টি বন্ধ থাকলেও ঐ বিদ্যালয়ে পাঠরত এক ছাত্রের বাবা বাচ্চাটিকে ঐ বইটি পড়ানোর সময় বিষয়টি লক্ষ্য করেন। তিনি অন্যান্য অভিভাবকদের বিষয়টি জানান এবং শিক্ষাপর্ষদের কাছেও বিষয়টি তুলে ধরেন।

You may also like

Leave a Reply!