Home দেশ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস কমছে 

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস কমছে 

by banganews
চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসের ভার কমাচ্ছে আইসিএসই স্কুলগুলির নিয়ামক সংস্থা সিআইএসসিই।
তারা জানিয়েছে, ইংরেজি এবং হিন্দির সিলেবাস ২০ শতাংশ পর্যন্ত এবং বিজ্ঞান, কম্পিউটার, গণিত, সমাজবিদ্যা প্রভৃতি বিষয়ের সিলেবাস ৪০ শতাংশ পর্যন্ত কমানো হবে।
করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় যেহেতু পঠন পাঠন ঠিকভাবে হয়নি, অনলাইন ক্লাসে সবটা স্কুলের মতন করে সম্ভব নয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যেই তারা উঁচু ক্লাসগুলিতে সিলেবাস কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
অন্যদিকে, ফল প্রকাশিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ডিজি লকারের মাধ্যমে মার্কশিট এবং অন্যান্য তথ্যাদি চলে আসার কথা ছিল। ১১ জুলাই ফল প্রকাশিত হলেও মঙ্গলবার পর্যন্ত তা না আসায় পরীক্ষার্থী ও অভিভাবকরা বেশ উদ্বিগ্ন।

You may also like

Leave a Reply!