Home দেশ অগাস্টেই ভারতে মিলবে করোনা চিকিৎসার ওষুধ

অগাস্টেই ভারতে মিলবে করোনা চিকিৎসার ওষুধ

by banganews
ভ্যাকসিন আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে৷ কিন্তু করোনা চিকিৎসার জন্য অগাস্ট মাসেই বাজারে একটি নতুন ট্যাবলেট আনছে দেশের অন্যতম নামী ওষুধ নির্মাতা সংস্থা সিপলা৷
সিপলা এবং CSIR- Indian Institute of Chemical Technology(IICT)-র যৌথ উদ্যোগে এই ওষুধটি তৈরি করা হয়েছে৷
সংস্থার তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে ইতিমধ্যেই Favipiravir গোত্রের ওষুধ Ciplezena উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে৷ বিপুল চাহিদার কথা মাথায় রেখে ওষুধটির দামও সাধারণের সাধ্যের মধ্যে রাখা হচ্ছে বলে জানিয়েছে সিপলা৷ একটি ট্যাবলেটের দাম ৬৮ টাকা।
Favipiravir আদতে একটি অ্যান্টি ভাইরাল ওষুধ যা জাপানের ফুজি ফার্মা আবিষ্কার করেছিল৷ মৃদু এবং মাঝারি উপসর্গ রয়েছে, এমন  করোনা রোগীদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ প্রয়োগ করে ভাল ফল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে৷
তবে শুধুমাত্র করোনা ভাইরাস রোগীদের জরুরি চিকিৎসার জন্যই এই ওষুধটি পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ দেশের যে অঞ্চলগুলিতে করোনা রোগীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি, সেখানে এই ওষুধের সরবরাহ বেশি পরিমাণে করা হবে বলে আশ্বস্ত করেছে সংস্থা৷ হাসপাতালগুলির পাশাপাশি খোলা বাজারেও ওষুধটি মিলবে৷

You may also like

Leave a Reply!