Home দেশ পরিকল্পনা করেই সংঘর্ষ বাধিয়েছে চীন : বিস্ফোরক অভিযোগ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

পরিকল্পনা করেই সংঘর্ষ বাধিয়েছে চীন : বিস্ফোরক অভিযোগ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

by banganews

সোমবার পূর্ব লাদাখের গালওয়ানে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর পর দিল্লী থেকে চাপ বাড়ছে চিনের ওপর। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর দাবি চিন এই হামলা চালিয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে। ভারতের ক্ষেত্রে একাধিক কম্যান্ড রয়েছে কিন্তু চিনের ক্ষেত্রে একটাই কম্যান্ড, সেন্ট্রাল কম্যান্ড। তাই তাঁদের সবুজ সংকেতে এই হামলা বলে মনে করা হচ্ছে অন্যদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র  ঝাও লিজিয়ান জানিয়েছেন গালওয়ান উপত্যকা পুরোটাই চিনের।

আরও পড়ুন : শুক্রবার প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক – আলোচনা ভারত চীন সীমান্ত সমস্যা, লাদাখ পরিস্থিতি

ভারতীয় সেনা সীমান্ত প্রটোকল ভেঙ্গেছে তাই এই সংঘর্ষের দায় চিনের নয়। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করা হবে বলে জানানো হলেও কেন এই হামলা এই নিয়ে সরাসরি চিনের বিদেশমন্ত্রকের দিকে আঙ্গুল তুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গালওয়ানের ঘটনার প্রভাব দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে। এই মুহূর্তে চিনের উচিত তারা কী করেছে তা ভেবে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ৬ জুন কমান্ডার পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল তা দুপক্ষেরই মেনে চলা। প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করা। কেউই একতরফা কোনও পদক্ষেপ নিতে পারে না।

You may also like

Leave a Reply!