Home পাঁচমিশালি সূর্যগ্রহণের ফলে হওয়া ধাতব পরিবর্তনেই ছড়িয়ে পড়েছে করোনা -দাবী চেন্নাইয়ের বিজ্ঞানীর

সূর্যগ্রহণের ফলে হওয়া ধাতব পরিবর্তনেই ছড়িয়ে পড়েছে করোনা -দাবী চেন্নাইয়ের বিজ্ঞানীর

by banganews

করোনার সাথে সম্পর্ক রয়েছে সূর্যগ্রহণের এমনই দাবি করেছেন চেন্নাইয়ের বিজ্ঞানী। ২০১৯ সালের ২৬ শে ডিসেম্বরের সূর্যগ্রহণের সাথে করোনা সংক্রমণের যোগ রয়েছে। সূর্যগ্রহণের পর এমন কিছু ধাতব পরিবর্তন হয়েছে যার ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমনটাই দাবি করেছেন চেন্নাইয়ের বিজ্ঞানী ডঃ কে এল সুন্দর কৃষ্ণা।

আরো পড়ুন – দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে এবার পুরীর রথ টানবে হাতি

নিউক্লিয়ার ফিউশনের কারণে রাসায়নিক বিকিরণ ঘটে তার ফলে। করোনা ভাইরাস পৃথিবীর বায়ুমন্ডলে সক্রিয় হয়ে ওঠে। এমনই দাবি করেছেন চেন্নাইয়ের বিজ্ঞানী। সূর্যগ্রহণে রাসায়নিক বিক্রিয়ার প্রথম পরিবেশ তৈরি হয়েছিল চিনে। যার কারণে চিনেই প্রথম করোনা ভাইরোসর সংক্রমণ ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন –মায়া ক্যালেণ্ডার অনুযায়ী পৃথিবী ধ্বংস হতে চলেছে ২১ শে জুন

যদিও তার কোনো প্রমাণ নেই। আগামী ২১ শে জুনের সূর্যগ্রহণ অত্যন্ত গুরত্বপূর্ণ বলে মনে করছেন চেন্নাইয়ের এই বিজ্ঞানী। নতুন কোনো রাসায়ানিক বিক্রিয়ার ফলে করোনা ভাইরাস নিস্ক্রিয় হতে পারে বলে মনে করছেন তিনি।

You may also like

Leave a Reply!