Home দেশ বিজেপির যুব মোর্চার দায়িত্বে চন্দনদস্যু বীরাপ্পনের কন্যা

বিজেপির যুব মোর্চার দায়িত্বে চন্দনদস্যু বীরাপ্পনের কন্যা

by banganews

বীরাপ্পন নাম শুনলে এখনও তামিলনাড়ুর পশ্চিম ঘাট জঙ্গলের অনেকেই আতঙ্কিত হয়ে ওঠেন। স্মৃতিতে ভেসে ওঠে অপহরণ, হত্যার ছবি। কিন্তু এবার এই নামই এক অন্য খাতে এগিয়ে চলবে। সদ্য বিজেপির রাজ্য শাখার যুব মোর্চার সহসভাপতি পদ পেয়েই ফোনে একথা জানালেন চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে পেশায় আইনজীবী বিদ্যা। ফেব্রুয়ারিতেই গেরুয়া দলে যোগ দিয়েছেন বিদ্যা। আপাতত কৃষ্ণগিরিতে একটি স্কুল চালান বিদ্যা বীরাপ্পন। দলে যোগদানের মাত্র পাঁচ মাসের মাথায় যুব মোর্চার মত সংগঠনের সহসভাপতির পদ মিলেছে। সেই কথা ফেসবুক পোস্টের মাধ্যমেই জানতে পারেন বীরাপ্পন কন্যা বিদ্যা।

আরও পড়ুন করোনায় চলে গেলেন বাংলার প্রথমসারির অঙ্কোলজিস্ট

বীরাপ্পন বাবা হলেও ছোট থেকে মাত্র একবারই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মেয়ের। মেয়ে বিদ্যার কথায়, ‘স্কুলে পড়ি তখন, বয়স সাত বছর হবে, সেই সময় গরমের ছুটিতে একবার ঠাকুরদার বাড়ি কর্নাটকের সীমানায় গোপীনাথমে গিয়েছিলাম। আমি খেলছিলাম। তখনই বাবা বেশ কিছুক্ষণ আমার সঙ্গে কাটিয়েছিল। আমার মনে পড়ে তিনি আমাকে বলেছিলেন, ভাল করে লেখাপড়া করে ডাক্তার হতে, মানুষের সেবা করতে।’
বাবা বীরাপ্পনের বেশ কিছু গল্প মেয়ে বিদ্যাকে উৎসাহিত করে বলে জানিয়েছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য শাখার যুব মোর্চার সহ সভাপতি। বিদ্যা বলেছেন, ‘পরিস্থিতি বাবাকে দস্যু হওয়ার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু ওনার অনেক কাজ আমাকে সমাজসেবামূলক কাজ করতে অনুপ্রাণিত করে। ভানিয়ার সম্প্রদায়ে বীরাপ্পনের কাজ নিয়ে নানা কথা রয়েছে।’

আরও পড়ুন বোলপুরে আকস্মিক বিস্ফোরণ পুলিশ সুপারের অফিসের সামনে 

বিদ্যা মেনে নিয়েছেন যে, সংগঠনে উচ্চ পদ পেলেও রাজনীতি তাঁর কাছে এখনও অজানা ক্ষেত্র। তবে দায়িত্ব পালনে লড়াই চালিয়ে যেতে চান বিদ্যা। আপাতত সংসদ, কাজ ও দল নিয়েই ব্যস্ত বিদ্যা বীরাপ্পন।

You may also like

Leave a Reply!