Home বঙ্গ করোনা আবহে শ্রীরামপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির 

করোনা আবহে শ্রীরামপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির 

by banganews
রক্তদান জীবনদান। কিন্তু এখন আমাদের প্রতিটি মানুষের জীবন বিপন্ন৷ এর মধ্যেই
শ্রীরামপুর আই এম এ ভবনে আই এম এ, শ্রীরামপুর শাখা, স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি ও সেন্ট্রাল ড্যান্স একাডেমি অব শ্রীরামপুর এর যৌথ উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই কঠিন সময়েও করোনা সংক্রমণের ভয় থাকা সত্ত্বেও করোনার রক্তচক্ষুকে অগ্রাহ্য করে ২০ জন মানুষ রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন শ্রীরামপুর ওয়ালশ ব্লাড ব্যাংক।
রক্তদান অনুষ্ঠানে আই এম এর সভাপতি ড. প্রদীপ কুমার দাস, সম্পাদক ড. অভিজ্ঞান ঘোষ, বিশিষ্ট সংগীত শিল্পী তাপস মুখোপাধ্যায়, বিশিষ্ট নৃত্যশিল্পী স্বপ্না বসাক, বিজয়িনী বসাক, সৌম্য দে, পরিবেশবিদ ড. সুহাস ভট্টাচার্য, রক্তদান আন্দোলনের পথিকৃত অরুণ মুখার্জী ও সাহিত্যিক অজিত মন্ডল সহ অনেকে উপস্হিত থেকে রক্তদাতাদের অনুপ্রাণিত করেন। উপস্থিত সকলকে ড. প্রদীপ কুমার দাস এর লেখা তিনটি বই দিয়ে সম্মান জানানো হয়েছে

You may also like

Leave a Reply!