Home বঙ্গ অর্জুন গড় ভাটপাড়ায় ধুয়েমুছে সাফ বিজেপি

অর্জুন গড় ভাটপাড়ায় ধুয়েমুছে সাফ বিজেপি

by banganews

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া পুরসভাও দখল করল তৃণমূল। প্রসঙ্গত, পারিবারিক অশান্তির জেরে নিজের ওয়ার্ডে বিজেপি প্রার্থী না থাকায় ভোটই দিতে পারেননি অর্জুন সিং। ফলে ভাটপাড়ায় অর্জুনের প্রভাব নিয়ে সন্দেহ ছিলই। বাস্তবে সেই সন্দেহই সত্যি হল। ভাটপাড়া পুরসভা দখল করে নিল তৃণমূল। ভাটপাড়ার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। কিন্তু ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। দুটি ওয়ার্ডের ফলাফল এখনও সামনে আসেনি।

https://thebanganews.com/mukul-roy-sons-subhranshu-roy-wins-in-kanchrapara/

রাজনৈতিকভাবে বিজেপি সাংসদ অর্জুন সিংহের গড় নামেই পরিচিত ভাটপাড়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভার পরে যে সাতটি পুরসভার দখল নিয়েছিল বিজেপি, তার মধ্যে ছিল ভাটপাড়াও। তবে পরে সব ক’টিই হাতছাড়া হয়ে যায় বিজেপির। ভাটপাড়া পুরসভার ৩৪ সদস্যর মধ্যে ১৯ জন তৃণমূল কাউন্সিলর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড়ের পর যোগ দিয়েছিলেন বিজেপিতে। এর পরে আরও কয়েক জন গেরুয়া শিবিরে যোগ দিলে জুন মাসে দেখা যায়, বিজেপির দিকে রয়েছেন ২৬ জন সদস্য। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে থেকে ১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন। ওই ১২ জন কাউন্সিলর ফিরে আসার পর ভাটপাড়া পুরসভায় তৃণমূলের শক্তি বেড়ে গিয়ে ২১ হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ চলে যায় তৃণমূলের হাতেই। এবার সেই পুরসভাতেই ধুয়েমুছে সাফ হয়ে গেল বিজেপি।

You may also like

Leave a Reply!