Home বিদেশ বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

by banganews

বঙ্গ নিউস, ৫ নভেম্বর, ২০২০ঃ প্রেসিডেন্ট পদের নির্বাচনে এখনও আশা ছাড়েননি ট্রাম্প। তবে ভোটের নিরিখে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে দিলেন ডেমোক্র্যাট পার্থী জো বাইডেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা ৬ কোটি ৯০ লক্ষের বেশি ভোট পেয়েছিলেন। এবার বাইডেনের ভোটের সংখ্যা পেরোলো ৭ কোটিরও বেশি। এখনও বেশ কিছু রাজ্যে ভোটগননা বাকি রয়েছে। আরও বেশ কিছু ভোট বাইডেনের ঘরে আসবে বলেই মনে করা হচ্ছে। এদিকে ট্রাম্পের ভোট অনেকেটাই বেশি। তিনিও ওবামার রেকর্ড ভাঙতে পারেন। ইতিমধ্যে ট্রাম্প ভোট পেয়েছে ৬ কোটি ৭৩ লক্ষ। এখনও পর্যন্ত ট্রাম্পের থেকে ২ কোটি ৭০ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। ট্রাম্প ওবামার রেকর্ড ভাঙলেও ভোটের নিরিখে বাইডেনকে ছুঁতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন অবশেষে চালু হচ্ছে ট্রেন, সিদ্ধান্ত রেল-রাজ্য বৈঠকে

যদিও আমেরিকায় পার্থী কত ভোট পেলেন তার উপর চূড়ান্ত ফলাফল নির্ভর করে না। কতগুলি ইলেক্টোরাল ভোট জিতলেন তার উপর নির্ভর করে। যদিও এখনও পর্যন্ত ইলেল্টোরাল ম্যাজিক ফিগার কেউই এখনও পর্যন্ত ছুঁতে পারেননি। ৫৩৮ আসনের মধ্যে ইলেক্টোরাল ম্যাজিক ফিগার হল ২৭০। সেখানে ২৬৪ আসন পেয়ে হোয়াইট হাউস দখলের দোরগোড়ায় ডেমোক্রেটিক পার্থী বাইডেন আর ২১৪ আসন পেয়ে অনেকটাই পিছিয়ে আছেন রিপাবলিকান পার্থী ডোনাল্ড ট্রাম্প।

You may also like

Leave a Reply!