Home দেশ ভারতীয় আধাসেনা বাহিনীতে নিষিদ্ধ হল ফেসবুক

ভারতীয় আধাসেনা বাহিনীতে নিষিদ্ধ হল ফেসবুক

by banganews
ভারতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য চুরি রুখতে আরও বড়সড় সিদ্ধান্ত। ভারতীয় সেনার পর এবার সমস্ত আধাসেনা বাহিনীতেও নিষিদ্ধ হল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডির নির্দেশমতোই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।  স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি চিঠি লিখে আধাসেনা কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি অন্য বিদেশি অ্যাপেও নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
 সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এনএসজি’র শীর্ষ আধিকারিকদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে মঙ্গলবার। চিঠিতে বলা হয়েছে, এখন থেকে আধাসেনার জওয়ানরা আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না। এমনকী অবসরের পরেও তাঁদের ফেসবুক ব্যবহারের অনুমতি মিলবে না। কারণ, অবসরের পরেও অনেক ক্ষেত্রেই বাহিনীর কার্যকলাপ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল থাকেন। চিনের সঙ্গে যুদ্ধের আবহে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। আধাসেনার জওয়ানরা যাতে হানি ট্র্যাপে পা না দেন, বা কোনওভাবে অনলাইনে তথ্য চুরি যাতে সম্ভব না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

You may also like

Leave a Reply!