Home বঙ্গ বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে তৃণমূল প্রার্থী ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতিক্রিয়া বাবুলের

বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে তৃণমূল প্রার্থী ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতিক্রিয়া বাবুলের

by banganews

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী নির্বাচিত হলেন বাবুল সুপ্রিয়। টুইট করে একথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন বাবুল। একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “দিদিকে ধন্যবাদ। আপনার সুদক্ষ নেতৃত্ব এবং আশীর্বাদের ছত্রছায়ায় বাংলার মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার কর্তব্য পালনে অবিচল থাকব।”

নির্বাচন কমিশন বাংলার দুই ফাঁকা লোকসভা এবং বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার পরেই এই আসনগুলি থেকে প্রার্থীর ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন টুইট করে বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করবেন।

 

তৃণমূলে যোগ দেওয়ার পথে খড়গপুরের জয়ী বাম কাউন্সিলর

আগামী ১২ এপ্রিল রাজ্যে উপ নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র দু’টিতে নির্বাচন হবে।

You may also like

Leave a Reply!