Home দেশ অর্ণব গোস্বামীর অন্তবর্তীকালীন জামিন মিলল সুপ্রিম কোর্টে

অর্ণব গোস্বামীর অন্তবর্তীকালীন জামিন মিলল সুপ্রিম কোর্টে

by banganews

মুম্বই, ১১ নভেম্বর, ২০২০ঃ অবশেষে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। আত্মহত্যার প্ররোচনা মামলায় ধৃত অর্ণব গোস্বামী সহ তিন জন কে ৫০ হাজার টাকা ব্যাক্তিগত বন্ডে অন্তবর্তীকালীন জামিনে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ,  অন্তবর্তী জামিন না দিয়ে ভুল করেছে বোম্বে হাইকোর্ট। ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং তাঁর মা কুমুদ মালিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের ভিত্তিতে রিপাবলিক টিভির চিফ অর্ণব গোস্বামী সহ  তিন জন কে গ্রেপ্তার করা হয়। সেই মামলার রায় বোম্বে হাইকোর্ট অর্নব গোস্বামীর অন্তবর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে।

আরও পড়ুন বাজি নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে রিপাবলিক টিভির চিফ অর্ণব গোস্বামী। এফআইআরে অভিযোগ করা হয়েছিল যে অন্বয়ের পুরো টাকা মেটানো হয়নি। এই মর্মে সুপ্রিমকোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ বলে, যদি ধরেই নেওয়া হয় এই অভিযোগ সত্য তবে কি ৩০৬ ধারায় মামলা করা যায়? অর্থ মেটাতে না পারা কি আত্মহত্যায় প্ররোচনা দেওয়া?  শীর্ষ আদালত জানায়,  ভিন্ন মতাদর্শের কারণে কোনো ব্যাক্তিকে নিশানা করতে পারে না সরকার। এই কারণে জামিন না পেলে তা বিচারের নামে প্রহসন বলে মনে করে শীর্ষ আদালত।

You may also like

Leave a Reply!